জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি নং বি-১৭২৪) এর অন্তর্ভূক্ত চট্টগ্রাম বিভাগীয় উত্তর পশ্চিম আঞ্চলিক কমিটির ২০১৮ সড়ক পরিবহন আইন এর ব্যাপারে শ্রমিক সচেতনতামূলক শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের ট্রাক ঘাটে জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় উত্তর পশ্চিম আঞ্চলিক কমিটির সভাপতি হাজি আবুল বাহার।
চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় উত্তর পশ্চিম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক হাজি শাহাজাহান, সহ-সভাপতি ওমর ফারুক জীবন, হাজি মো. গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সভাপতি রফিকুল ইসলাম রেজা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।

২৮ জুলাই, ২০১৯।