জেলা তাঁতী লীগ নেতার ছেলে ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটওয়ারীর ছেলে সাইফুল পাটওয়ারী ও একই এলাকার মো. কালুকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় পুরাণবাজার দাতব্য চিকিৎসালয়ের সামনে থেকে পুরাণবাজার ফাঁড়ির এসআই জাহাঙ্গীর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা পুরাণবাজার ১নং ওয়ার্ডের মোম ফ্যাক্টরী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় পুরাণবাজার দাতব্য চিকিৎসালয়ের সামনে ফাঁড়ির পুলিশকে দেখে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটওয়ারীর ছেলে সাইফুল পাটওয়ারী ও রিক্সাচালক মো. কালুর সাথে থাকা ইয়াবা পাশের ড্রেনে ফেলে দেয়। পুলিশ তাদের আটক করলে তারা পুলিশের সাথে খারাপ আচরণ করে। পরে পুলিশের ড্রেনে ফেলে দেয়া ইয়াবা উদ্ধার করে দেখে তাতে ৩০ পিস রয়েছে। আটকদের পরে পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তাদের ছাড়িয়ে নিতে পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটওয়ারীসহ স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা ভিড় জমায়।
স্থানীয়রা আরো জানায়, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটওয়ারীর ছেলে সাইফুল পাটওয়ারী তার বাবার দাপট দেখিয়ে পুরাণবাজার ভূঁইয়া খেয়া ঘাট এলাকাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। মাদক ব্যবসায়ী সাইফুল পাটওয়ারীর ইয়াবা বিক্রির কারণে পুরাণবাজারের যুব সমাজকে দিনের পর দিন ধ্বংস করে দিচ্ছে।