
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী কিছুটা অসুস্থ বোধ করায় গতকাল রোববার সকালে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে (বারডেম) এনজিওগ্রাম করেন। প্রফেসর ডা. সাইদুর রহমানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এনজিওগ্রামের রিপোর্টে কেনো সমস্যা পাওয়া যায়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে চাঁদপুর জেলাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।