স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে স্বনামধন্য চিকিৎসক ও সমাজসেবক নাজির পাড়ার বাসিন্দা ডা. একিউ রুহুল আমিন আর নেই। ডা. একিউ রুহুল আমিন পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নিজ বাসা মগবাজারে যান। সেখানে গত শুক্রবার রাত সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। চাঁদপুরে জানাজা শেষে মরহুমের মরদেহ তার শ্বশুরবাড়ি বিক্রমপুরে নিয়ে যাওয়া যায়। সেখানে শাশুড়ির কবরের পাশেই তাকে দাফন করা হয়।
গতকাল শনিবার সকাল ৯টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ডা. একিউ রুহুল আমিনের স্মরণে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ সময় তিনি বলেন, আজ আমরা এমন একজন চিকিৎসককে হারালাম যা চাঁদপুরে পূরণ হওয়ার মতো না। ডা. একিউ রুহুল আমিন চাঁদপুরের প্রতিটি মানুষের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবন। তার পরিবারকে যেন এ শোক সইবার শক্তি মহান সৃষ্টিকর্তা দেন।
রোটা. কাজী শাহাদাতের পরিচালনায় আরো স্মৃতিচারণ করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা বিএমএ’র সভাপতি ডা. এমএন হুদা, চেম্বার অব কমার্সের সভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর আখন্দ সেলিম, মরহুমের একমাত্র ছেলে মো. নবিন হোসেন। জানাজায় ইমামতি করেন গোর-ই-গরিবা কমপ্লেক্সের খতিব মাও. আব্দুর রশিদ তালুকদার।
জানাজায় অংশ নেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির, জেলা পরিষদ চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ ওছমান গনি পাটওয়ারী, মুক্তিযোদ্ধা মনির আহমেদ, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, ডা. মুকিত সফিউল আলম, মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম মন্টু, ডা. মাহবুবুর রহমান, ডা. মোস্তাফিজুর রহমান, রোটারিয়ান অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. ফজলুল হক সরকার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মোহাম্মদ হোসেন খান, মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক মোশারফ হোসেন, গোলাম মোস্তফা বাবুসহ আরো অনেকে।
পরে জানাজা শেষে মরহুমের মরদেহ তার শ্বশুর বাড়ি বিক্রমপুরে নিয়ে যাওয়া যায়। সেখানে শাশুড়ির কবরের পাশেই তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, ডা. একিউ রুহুল আমিন চিকিৎসক হিসেবে মৃত্যু পর্যন্ত সুনামের সাথে চাঁদপুরে রোগীদের সেবা দিয়ে গেছেন। তিনি চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন। তাছাড়া চাঁদপুরে সামাজিক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত রেখেছেন সবসময়। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।