স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন চাঁদপুর মডেল থানা পরিদর্শন করেছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি চাঁদপুর মডেল থানার পরিদর্শন আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মিলন মাহমুদ ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ। এসময় তিনি চাঁদপুর মডেল থানার এবং আইন-শৃংখলার বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, ডিআইও-১ তোতা মিয়া, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্টস) এনামুল হক চৌধুরীসহ পুলিশ সদস্যরা।
ডিআইজি আনোয়ার হোসেন কিছু সময় চাঁদপুর মডেল থানায় অবস্থান করেন। এসময় তিনি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদের কাছ থেকে চাঁদপুর মডেল থানা বিভিন্ন বিষয়ও আইন-শৃঙ্খলার বিষয়ে জানেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন সকালে চট্টগ্রাম থেকে চাঁদপুর উদ্দেশে রওনা হন। চাঁদপুরে পৌঁছে তিনি বাবুরহাট পুলিশ লাইনে প্যারেড ও সালাম গ্রহণ করেন।
এরপর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে পাঁচ শতাধিক পরিবারের অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি। চাঁদপুরে ই-ট্রাফিক প্রসিকিউশনের কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় চাঁদপুর ট্রাফিক পুলিশকে দশটি পস মেশিন প্রদান করেন তিনি। পাশাপাশি যাতে এই মেশিন ব্যবহার করার প্রয়োজন না পরে সেজন্য উপস্থিত সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানান।
২০ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ডিআইজি’র চাঁদপুর মডেল থানা পরিদর্শন