
ডেঙ্গু বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন সতর্ক
……..এডিসি মোহাম্মদ জামাল হোসেন
ফরিদগঞ্জ ব্যুরো
ডেঙ্গু প্রতিরোধে ফরিদগঞ্জ ভূমি অফিসের উদ্যোগে উপজেলার চান্দ্রা বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মসজিদের মুসল্লি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন।
তিনি বলেন, এডিস মশা থেকে ডেঙ্গু ছড়ায়। এই ক্ষুদ্র কীটটি অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের অসাবধনতার কারণেই এটির বংশ বৃদ্ধি হয়ে থাকে। এ নিয়ে অতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। একটু সতর্কতা অবলম্বন করলেই এর আক্রমন থেকে বাঁচা সহজ এবং তাদের প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গুর বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন সতর্ক। সবাই সতর্ক ও যার-যার আশপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারলে আমরা সফল হবো। ডেঙ্গু জ্বরে কেউ আক্রান্ত হলে আমাদের জানাবেন এবং সরকারি হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাবেন।
পথসভায় তিনি তাঁর বক্তব্যে সবাইকে নিজ নিজ বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন এবং সবাইকে বার্তাটি পৌঁছে দেয়ারও আহ্বান করেন। তিনি এ ধরনের পথসভা প্রতিটি বজারে অক্টোবর মাস পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য চেয়ারম্যানদের নির্দেশ দেন।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আহসান হাবীব নেভীর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী নোমান, বালিথুবা পশ্চিম ইউপির চেয়ারম্যান সফিকুর রহমান প্রমুখ।
এর আগে তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরের চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন। তিনি এই বিষয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডাক্তারদের বৈঠক করেন।
এই সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শীপন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী নোমান।
দুপুর দুইটায় ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডিস মশা দমনে ঔষুধ স্প্রে করে এর কার্যক্রম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু করেন। এই সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন ও প্রধান শিক্ষক হাসিনা আক্তার।
০৯ আগস্ট, ২০১৯।