ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পথসভা ও গণসংযোগ


কচুয়া ব্যুরো
চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি পথসভা ও গণসংযোগ করেছেন। তিনি গত ৩০ অক্টোবর কচুয়া উপজেলার উজানী, খিড্ডা, দারচর, বরুচর, জলা তেতৈয়া, আয়মা, শাসনখোলা গ্রামে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেছেন।
পথসভা ও গণসংযোগকালে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। জনগনের চাহিদা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। দিনরাত পরিশ্রম করে তিনি বিশে^র বুকে প্রমাষ করেছেন এ দেশকে উন্নত করা সম্ভব। এ সরকারের আমলে কচুয়ায় শতভাগ বিদ্যুতায়ন, রাস্তা ঘাট সংস্কার, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের স্বাস্থ’্য সেবা ও শিক্ষার হার বেড়েছে। গৃহহীনদের ঘর নির্মাণ প্রকল্পের আওতায় আনা হয়েছে। এসময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরে আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে এবং বিশেষ করে কচুয়ায় যে সকল উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে আপনারা শেখ হাসিনাকে সমর্থন করে তাঁর স্থানীয় প্রতিনিধি হিসেবে আমাকে পুনরায় আওয়ামী লীগ সরকারের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি বিশ^াস করি।
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সাথে পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান রওনক আরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতানা খানম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল ভূঁইয়া, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন সরকার, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মেহেদী মোতালেব, ছাত্রলীগ নেতা ইমাম হোসাইন, শাকিল মুন্সি তাবির, শাহাদাত হোসেন প্রমুখ।
একই দিনে তিনি সকাল সাড়ে ৯টায় কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংস্কৃতি মেলা উপলক্ষে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে যোগদান, ১০টায় উপজেলার উজানীতে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, সাড়ে ১০ টায় উপজেলার দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, ১১টায় খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, সাড়ে ১১ টায় নবাবপুর-বরুচর সড়কে খালের উপর সেতুু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, দুপুর ১২ টায় উপজেলার জলাতেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, ৩ টায় উপজেলার আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিকাল ৪ টায় উপজেলার আয়মা, শাসনখোলা, তেগুরিয়া গ্রামে শুভ বিদ্যুতায়ন ও জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।