স্টাফ রিপোর্টার
যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি ওয়াচ গ্রুপের মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পের উদ্যোগে এ মিটিং অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ওয়াচ গ্রুপের আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন খন্দকারের সভাপতিত্বে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য মো. শফিউদ্দিন বন্দুকসী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানার ফেরদৌসি, এসএমসি সদস্য জাহাঙ্গীর আলম গাজী, মমিন খান, হাফেজ গাজী, মো. টিপু খান, ডা. আমান উল্লাহ, উত্তর-পশ্চিম তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া নূর ফেরদৌস, ধর্মীয় নেতা মাও. মোজাম্মেল হোসেন, যুব প্রতিনিধি রাসেল হোসাইন, স্টুডেন্ট ওয়াচ গ্রুপের সদস্য ফারজানা জান্নাতসহ আরো অনেকে।
মিটিংয়ে যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে বিদ্যালয় ক্যাচম্যান্ট এলাকার হয়রানি প্রবণ এলাকা চিহ্নিতকরণ ম্যাপ উপস্থাপন করেন স্টুডেন্ট ওয়াচ গ্রুপের সদস্য ফারজানা জান্নাত। উপস্থাপনকৃত ম্যাপ নিয়ে আলোচনা করেন কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্যরা। সভায় শিক্ষার্থীদের পাশে থেকে সব হয়রানির বিরুদ্ধে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৩১ জুলাই, ২০১৯।