মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার দশানী লঞ্চ ঘাটের পন্টুনে পানি ডুকে ডোবার উপক্রম হয়েছে। পন্টুন পানিতে ডুবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে যাত্রী সাধারণ। চাঁদপুর-নারায়ণগঞ্চ রুটের লঞ্চ যাত্রীরা দশানী লঞ্চ ঘাট ব্যবহার করে লঞ্চে যাতায়াত করে থাকে। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ফণী’র সময় লক্ষের ধাক্কায় পন্টুনে ছিদ্র হয়ে যায়। ওই ছিদ্র দিয়ে অনবরত পানি পন্টুনে প্রবেশ করছে। ইতোমধ্যে পন্টুনের বেশিরভাগ অংশ পানির নিচে নিমজ্জিত হয়ে পড়েছে।
অতিদ্রুত পন্টুন মেরামত করা না হলে ঈদ ও বর্ষা মৌসুমে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান ঘাটের ইজারাদার নুর মোহাম্মদ।
যাত্রী মানিক ছৈয়াল, মনির হোসেন, বাদল জানান, দশানী লঞ্চঘাট দিয়ে প্রতিদিন কয়েকশ’ যাত্রী যাতায়াত করে থাকে। ঘাটের পন্টুন পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। পন্টুন মেরামত ও জেটি নির্মাণ একান্ত প্রয়োজন।
