দুর্গাপুর উবি মাঠে গ্রীস্মকালীন ক্রীড়ার উদ্বোধন


শিক্ষার মানোন্নয়ন এবং অনিয়ম রোধে অনলাইনে নজরদারি করা হবে………….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, শিক্ষার মনোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে অচিরেই অনলাইনে নজরদারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কারিগরি মাদরাসাগুলোতে ইতোমধ্যে আমাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার অনেক প্রদক্ষেপ গ্রহণ করেছে। এ পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম অনেকটাই রোধ হবে।
তিনি আরও বলেন, আমরা চাই শিশুকাল থেকে যেন শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করা যায় সে লক্ষ্যে আমাদের যেসব কারিকুলাম রয়েছে তার মধ্যে আমরা সেগুলো অন্তর্ভুক্ত করেছি। মন্ত্রী বলেন, আমরা নতুন একটি কার্যক্রম শুরু করেছি সেটা হলো মুক্তিযুদ্ধকে জানো, বঙ্গবন্ধুকে জানো। এর আলোকে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে জানতে পারলেই দেশপ্রেমসহ দেশের প্রতি ভালো মমত্ববোধ বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সবাইকে সরকারের গৃহিত পদক্ষেপগুলোতে সাহায্য করতে হবে।
গত শনিবার সকাল ১০টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নূর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারণ সমপাদক আবু নঈম পাটওয়ারীর দুলাল, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার।
এসময় প্রধান অতিথির সফরসঙ্গীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

০৯ সেপ্টেম্বর, ২০১৯।