দেশের উন্নয়ন অগ্রগতির জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্বের :  ডা. দীপু মনি

 

চাঁদপুরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। -ইল্শেপাড়

সৃজনে উন্নয়নে শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার উদ্বোধনে

স্টাফ রিপোর্টার :
কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের সফল অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দশটি উন্নয়ন প্রকল্পের কথা বলেছিলেন তার প্রায় সবগুলোই বাস্তবায়ন করতে পেরেছেন। যেকোন দেশের উন্নয়ন অগ্রগতির জন্য প্রয়োজন একটি যোগ্য নেতৃত্বের। যে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আবার তার কন্যার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। আজ বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বই পাচ্ছে। দেশের শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, কালভার্ট বিদ্যুতায়নসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তথা সর্বক্ষেত্রে আজকের বাংলাদেশ এগিয়ে চলছে বীরদর্পে।
গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা এমন একজন নেত্রী যিনি আমাদের স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নও বাস্তবায়ন করেন তিনি। যার ফলে আজ দেশে পদ্মা সেতুসহ আমাদের অনেক বড় বড় স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। তথা সৃজনে উন্নয়নে আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অগ্রতিরোধ্য গতিতে। তাই এই উন্নয়নের ধারা ধরে রাখতে হলে আবারো নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সৃজনে বাংলাদেশ এটা আমরা সবাই জানি। ‘৭১ এ সজ্জিত পাকিস্তানী সেনাবাহিনীকে বাংলার দামাল ছেলেরা কোথাও লাঠি দিয়ে, আবার কোথাও খালি হাতে রুখে দিয়েছে। সৃজনী শক্তি নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে। সঠিক নেতৃত্ব সৃজনী শক্তি ও মনোবল নিয়ে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য বাংলাদেশে পরিণত হয়েছে। ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে ৩০ ধরনের ঔষধ সরবরাহ করা হচ্ছে। সরকার আশ্রয়ন প্রকল্প, মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি, যার জায়গা আছে ঘর নেই তাকে ঘর নির্মাণ করে দিচ্ছে। এ জাতিকে স্বপ্ন দেখান শেখ হাসিনা। স্বপ্ন বাস্তবায়ন করেনও শেখ হাসিনা।
ডা. দীপু মনি এমপি বলেন, চাঁদপুরে ৩ হাজার কোটি টাকার কাজ করেছে সরকার। চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। চাঁদপুরে আজ সবার ঘরে-ঘরে বিদ্যুৎ রয়েছে। সবাই স্বয়ংসম্পূর্ণ আছেন। কেউ আজ অভাবে নেই। শিক্ষার হার বেড়েছে। আজকে প্রধানমন্ত্রী জাতিকে যে স্বপ্ন দেখান তিনিই তা বাস্তবায়নও করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাযোগ্য সৃষ্টি হয়েছে। ১ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সদর, হাইমচর, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের উদ্বোধন করবেন। এছাড়া তিনি মতলব উত্তর ফায়ার স্টেশনও উদ্বোধন করবেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্যরা।
এর আগে প্রধান অতিথি মেলায় অংশ নেয়া ৫টি স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নেছার আহমদ ও গীতা পাঠ করেন স্বর্নালী দাস। অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।