নায়েরগাঁও দক্ষিণে আ.লীগ নেতৃবৃন্দের সাথে এসি মিজানের মতবিনিময়

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে গত ২২ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান)।
তিনি তার বক্তব্যে বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত হতে হবে। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের বিকল্প নেই। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হলে সব মতভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন প্রধান।
এসময় উপস্থিত ছিলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি উত্তম মেম্বার আলমগীর সরকার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক উকিল মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, সাবেক ছাত্রলীগের মাজারুল ইসলাম, সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক দেওয়ান পারভেজ, ছাত্রলীগ নেতা মাসুদ সরকার প্রমুখ।

২৪ অক্টোবর, ২০২৩।