ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সাথে একাদশ সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন বর্তমান সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাওনিয়া গ্রামে তার নিজ বাড়িতে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি তারা সবসময় দলের আদর্শ ও নেতৃত্ব মেনে চলি। আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত দশ বছরে দেশকে নেতৃত্ব দিয়ে উন্নয়ত দেশের তালিকায় নিয়ে গেছেন। তাই একাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আমাদের নেতা শেখ হাসিনা আমাদের প্রতীক নৌকা। এই বাইরে কোন কথা নয়। তাই নির্বাচনে আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির বিজয় নিশ্চিত করা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর নৈতিক দায়িত্ব । তাই সকল কষ্ট ও দুঃখ ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিতে এখন থেকে মাঠে কাজ করুণ। কারণ নৌকার বিজয় মানে আমার বিজয়। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয় এবং দেশের উন্নয়ন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাছরিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ইরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। পরে বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।
