সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লার সভাপতিত্বে এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজান মিয়া, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, শাহউদ্দিন টিটু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মো. মাকসুদ আলম খান, হাইমচর উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী রাজা পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলী আহম্মদ দেওয়ান, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান গাজী।
বর্ধিত সভায় ৪ জন আওয়ামী লীগ দলীয় মনোয়ন প্রত্যাশী হয়েছেন। প্রত্যাশীরা হলেন- সাবেক চেয়ারম্যান মরহুম নাছির সরদারের ছেলে সাউদ আল নাসেরকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ পেদা, সমর্থন করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লাকে প্রস্তাব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নেকমত আলি শেক, সমর্থন করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর বেপারী।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নোয়াব মোল্লাহকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাব করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মোল্লা ও সমর্থন করেন ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দাদন মোল্লাহ এ ছাড়াও চেয়ারম্যান প্রার্থী হিসেবে সালাউদ্দিন সরদাকেও প্রস্তাবনা দেয়া হয়।
বর্ধিত সভায় বক্তারা বলেন, নৌকা প্রতিক উন্নয়নের প্রতিক। এ প্রতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক। দল যাকে নৌকা প্রতিক দিবে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে গিয়ে কেউ নৌকার বিপক্ষে কাজ করার কথা চিন্তাও করবেন না। দল যাকে মনোনয়ন দিবে তার হয়েই সবার কাজ করতে হবে।
০১ ডিসেম্বর, ২০২১।