স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে দিনভর ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাইমচর উপজেলার নীলকমল উইনিয়নের ঈশানবালা, সিকদার কান্দি, বাঘা সরদার বাজার, সরকার বাজার, ডিয়ারা বাজার, মাঝির বাজারসহ চরাঞ্চলে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এসময় ধানের শীষে প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের আসার খবরে বিভিন্ন চরাঞ্চল থেকে শ’ শ’ মানুষ ফুলের মালা দিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেন। এসময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন ও ধানের শীষে ভোট চান।
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে বিভিন্ন বাজারে পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামি সংসদ নিবাচনে বিএনপির অংশগ্রহণ একটি আন্দোলন স্বরুপ। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধার করতে চাই। আওয়ামী লীগ একটা মিথ্যাবাদি দল। তারা বলছে চাঁদপুর হাইমচর নাকি শতভাগ বিদ্যুৎতায়ন হয়েছে। তাহলে নীলকমল ইউনিয়নের মানুষ অন্ধকারে কেন? দেশ নাকি উন্নয়নের জোয়ারে ভাসছে, তাহলে এই ইউনিয়নবাসী স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা থেকে বঞ্চিত কেন? বিশে^র সবচেয়ে বড় মিথ্যাবাদী দল- আওয়ামী লীগ।
আমি নির্বাচিত হলে নীলকমলের বিদ্যুতের সমস্যা সমাধান করবো। এ ইউনিয়নবাসীকে স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী সমাধান করবো। এ চরাঞ্চলের মানুষের জন্য একটি হাসপাতাল করবো যাতে তারা হাতের নাগালে চিকিৎসা সেবা নিতে পারে।
তিনি আরো বলেন, আর কাউকে চাঁদপুরের মানুষ ভোট চুরি করতে দিবে না। আগামি ৩০ তারিখ জীবন দিয়ে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে। মনে রাখবেন চোরেরা বল প্রয়োগ করতে চাইবে, কিন্তু আপনারা কাউকে ছাড় দিবেন না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিমুছ সালাম, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাজালাল মিশন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্ল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাস্টার, নীলকমল ইউপির সাবেক চেয়ারম্যান হাজি ইয়াছিন রতন, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক প্রফেসার হারুনুর রশীদ, হাইমচর উপজেলা যুবদলের সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহির মাঝি,সাংগঠনিক সম্পাদক আ. মান্নান আখন্দ, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা, সাধারণ সম্পাদক শহিদ সরদার, হাইমচর উপজেলা ছাত্রদল সভাপতি মো. সোলেমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আখন্দ, হাইমচর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি বোরহান উদ্দিন ভুট্টো, সাধারণ সম্পাদক মো. জহির মিয়াজী প্রমুখ।

