নেতাকর্মীদের নিয়ে সাংবাদিক শফিকের বঙ্গবন্ধুর কবর জিয়ারত

শওকত আলী
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেছেন। গতকাল রোববার বিকালে তিনি নির্বাচনী এলাকার দলীয় নেতকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর কবরে পুষ্পমাল্য অপর্ণ করেন। পরে কবর জিয়ারত ও মোনাজাত করেন নেতাকর্মীরা।
এসময় তাঁর সাথে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মহিউদ্দিন খোকা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহাম্মদ, বঙ্গবন্ধু পরিষদের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য জসিম মিজি, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শাহজালাল সুইটসহ ২ শতাধিক নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিক শফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেই নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবো। তাই এখানে নেতকর্মীদের নিয়ে এসেছি।