জনগণের জানমালসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান রক্ষার নির্দেশ
স্টাফ রিপোর্টার
বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সোমবার (৫ আগস্ট) রাতে তাঁর নিজ বাসভবনে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। পাশাপাশি নেতাকর্মীদের প্রতি তিনি জনগণের জান-মাল ও সরকারি-বেসরকারিসহ সব প্রতিষ্ঠান রক্ষার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, চাঁদপুরকে রক্ষা করতে হবে। আমরা তাদের মতো কোনো সন্ত্রাসী কাজ করবো না। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষজন ও মন্দিরে যাতে কেউ হামলা করতে না পারে সেদিকে নজর রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সবার আগে দেশ, তারপর দল, এরপর ব্যক্তি। আমরা পরস্পর পরস্পরের পাশে থেকে সহযোগিতা করবো। সুতরাং মহাসচিবের নির্দেশনা মোতাবেক আমাদের সবাইকে শান্ত থাকতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কেউ যেন প্রতিহিংসার পথে পা না বাড়ায়। সেদিকে লক্ষ্য রাখা জরুরি। সবাই যেন শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। কোনো দুষ্কৃতকারী যেন মানুষের জান-মাল এবং রাষ্ট্রীয় সম্পদাহানী করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। সম্ভব হলে রাত জেগে পাহারা দিবেন। কারণ, এমন সময়ে দুষ্কৃতকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে।
০৬ আগস্ট, ২০২৪।