স্টাফ রিপোর্টার
নৈতিক স্খলনজনিত (মাদক সেবন) কারণে খাজে আহম্মদ মজুমদারকে ফরিদগঞ্জ উপজেলার কামতা ডিএস ফাযিল মাদ্রাসার সভাপতি পদ থেকে মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার এএস মাহমুদ স্বাক্ষরিত এক স্মারকে খাজে আহম্মদকে সভাপতির পদ থেকে বাতিল এবং তার পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কে সভাপতি পদে মনোনয়ন দান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
উল্লেখিত স্মারক অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নৈতিক স্খলনজনিত কারণে অভিযুক্ত সভাপতি খাজে আহম্মদ মজুমদার, মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধিকে প্রেরণ করা হয়েছে।
এর আগে খাজে আহম্মদ মজুমদারকে একই কারণে উপজেলার মনতলা উচ্চ বিদ্যালয় থেকে কুমিল্লা শিক্ষাবোর্ড ও বদরপুর সিনিয়র মাদ্রাসার সভাপতি পদ থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাতিল করে।
১৮ অক্টোবর, ২০২০।