নবী নোমান ও রুহুল আমিন স্বপন
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। পরে আনুষ্ঠানিকভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন এক বিশাল মোটর শোভাযাত্রা ও মহাসমাবেশের মধ্য দিয়ে।
বুধবার (৮ নভেম্বর) বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা মাধ্যমে তাঁকে চাঁদপুর থেকে ফরিদগঞ্জের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফরিদগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসেন।
সেখানে বিশাল এক সমাবেশে তিনি বলেন, গত প্রায় ৫ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। তবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এ এলাকার মানুষের যে পরিমাণ আশা-আকাঙ্খা বা চাহিদা ছিল তা আমি পূরণ করতে পারিনি। কারণ উপজেলা পরিষদে সেই পরিমাণ বরাদ্দ থাকে না। তারপরও চেষ্টা করেছি সীমাবদ্ধতার মধ্য থেকে সাধারণ মানুষের পাশে থাকার। তবে যে সময়টুকু আমি উপজেলা পরিষদের দায়িত্বে ছিলাম সেসময় আমার দ্বারা অন্তঃতপক্ষে বিন্দু পরিমাণ মানুষের হক নষ্ট হয়নি। কারণ আমি এ বিষয়ে খুবেই সতর্ক ছিলাম। আমি জানি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে থেকে সাধারণ মানুষের চাহিদামতো কোন কাজ ইচ্ছা থাকলেও করা যায় না। সেজন্য আমি এই পদে আসতে চাইনি। তারপরও দলের ও শীর্ষ নেতৃবৃন্দদের নির্দেশে এখানে এসেছি।
তারপরও আমি আমার পরিবার ও রাজনৈতিক পরিচয়ে আমার প্রিয় নেত্রী ডা. দীপু মনি আপার সার্বিক সহযোগিতায় সাধ্যমতে উপজেলার জনগুরুত্বপূর্ণ কিছু উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। এছাড়া বর্তমান সরকারের আমলে অন্য সরকারের আমল থেকে ফরিদগঞ্জ উপজেলার গত প্রায় ১৫ বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা ইতিহাস রেকর্ড করার মতো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে নিয়ে যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা বাস্তবে রূপ দিয়েছেন তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তাই এদেশের মানুষ আবারো জননেত্রী শেখ হাসিনাকে সরকারে আনবে বলে আমার দৃঢ় বিশ^াস।
তিনি হুঁশিয়ার করে বলেন, যারা অগ্নিসন্ত্রাসের নামে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীকে হত্যা করছেন তার সাবধান হয়ে যান। বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকতে এদেশে অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী যুদ্ধাপরাধীদের আর ক্ষমতায় বসতে দিবে না। এ ধরনের অপরাধীদের বিষয়ে সবাই সজাগ থাকার জন্য অনুরোধ করছি।
রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছি। এজন্য গত ৫ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়েছি।
তিনি আরো বলেন, গত প্রায় ১৫ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃতে¦ আওয়ামী লীগ সরকার ফরিদগঞ্জসহ সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতায় অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেই। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে রয়েছি এবং থাকবো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন আনসারি, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, যুবলীগ নেতা এস এম সোহেল রানা, এমরান হোসেন মিজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবন্দ।
০৯ নভেম্বর, ২০২৩।