স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ইভটিজিংয়ের অভিযোগে মো. হাসিম মজুমদার নামের ১ যুবকের দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকতার কার্যলয়ে এ রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
জানা যায়, গতকাল মঙ্গলবার জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের সামনে মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. অইয়ুব মজুমদারের ছেলে মো. হাসিম মজুমদার অবস্থান নেয়। সেখানে দাঁড়িয়ে সে পরীক্ষা দিতে আসা শাহতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করছিলো। প্রতিনিয়ত বখাটে এই যুবক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা কুপ্রস্তাব ও ইভটিজিং করে আসছে।
গতকাল শিক্ষার্থীরা পরীক্ষা শেষে বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাখওয়াত হোসেন পাটওয়ারীকে জানালে তিনি তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানান। চাঁদপুর মডেল থানার এএসআই মিশকাত উদ্দিন এসে অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে নিলে ভ্রাম্যমাণ আদালত তাকে দু’মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে।
- Home
- প্রথম পাতা
- পরীক্ষা কেন্দ্রে ইভটিজিং চাঁদপুরে যুবকের ২ মাসের কারাদন্ড