পাইকপাড়া দক্ষিণে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন


রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। আগামি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির এই কার্যক্রম।
এদিকে রোববার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভোটার তালিকায় হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী পাটওয়ারী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে চলছে। তৃণমূল পর্যায়েও সরকারের উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান। জনগণের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা আমাদের সবার দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার গৌতম চন্দ্র শীল, ইউপি সচিব মো. আমির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মাহফুজুর রহমান, ইউপি সদস্য আলী হায়দার উজ্জল পাটওয়ারী, মো. আকবর হোসেন বতু, মো. মাহিন সর্দার, জসিম উদ্দিন পাঠান, মো. মনির হোসেন, ফাতেমা বেগম, কুসুম বেগম, শিখা রানী মজুমদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইয়াছিন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য বি এম সিজার, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এম ডি সোহেল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ আলম সবুজ, ছাত্রলীগ নেতা মো. ফয়সাল পাটওয়ারী, ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মো. আব্দুল কাদির লিটন, গ্রাম আদালতের সহকারী মো. রাসেল হোসেন। ছবি তোলা ও ভোটার তালিকা হালনাগাদে নেতৃত্বে ছিলেন মো. মেহেদী হাসান সরকার।

১৭ সেপ্টেম্বর, ২০১৯।