পিইসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ ও দায়িত্ব অবহেলায় হাজীগঞ্জে ১২ জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট (পিইসি) পরীক্ষার্থীদের নকল সরবরাহ ও দায়িত্ব অবহেলার দায়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ১২ জন কক্ষ পরিদর্শককে (সহকারী শিক্ষক) দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। এর মধ্যে ৩ জন পরিদর্শকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শোকজ এবং কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে নোটিশ প্রদান করা হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পরীক্ষা চলাকালীন সময়ে তাদের অব্যাহতি প্রদান করা হয় বলে নিশ্চিত করেছে উপজেলা শিক্ষা অফিস।
অব্যাহতিপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেন- ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, বাড্ডা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম, বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসিন মিয়াজী, সাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন, রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া বিনতে নূর, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ফারুক হোছাইন, সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা আক্তার, পালিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মারুফ হোসেন ও দক্ষিণ পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাত আক্তার।
শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন- রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন, তাহমিনা বেগম ও হাছিনা আক্তার।