স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরাণবাজার হরিসভা এলাকার ভাঙনকবলিত শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি গতকাল শনিবার বিকেলে ভাঙন কবলিত স্থানে যান এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করে ভাঙন কবলিত স্থান ঘুরে দেখেন।
তিনি পরিস্থিতি দেখে দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের শান্তনা দিয়ে বলেন, আপনারা হতাশ হবেন না। আমরা আমাদের সাধ্যানুযায়ী আপনাদের সহায়তা দিতে চেষ্টা করবো। চাঁদপুর জেলা আওয়ামী লীগসহ নেতাকর্মীরা আপনাদের পাশে আছেন। যা ঘটেছে তা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আর কিছুই নয়। ভাঙন প্রতিরোধে ইতোমধ্যে সব ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। প্রশাসন থেকেও সাহায্য-সহায়তা করা হচ্ছে। আমরা ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থাগ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। আপনারা ধৈর্য হারাবেন না।
পৌর মেয়রকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা মেয়রের কাছে পুনঃর্বাসনের দাবি জানান। তারা বলেন, আগুনে পুড়লে মাটি থাকে, নদী ভাঙলে কিছুই থাকে না। আমাদের অবস্থাও তেমন হয়েছে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, পুরাণবাজার ফাঁড়ির এসআই মো. জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আ. মালেক বেপারী, সাবেক কাউন্সিলর মাহফুজ বেপারী, আসলাম গাজী, হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, শহর যুবলীগের আহ্বায়ক আ. মালেক শেখ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা ডা. সহদেব দেবনাথ, অনন্ত চক্রবর্তী, কার্তিক সরকারসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট রাতে হরিসভা এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙন প্রতিরোধে এ পর্যন্ত প্রায় ২৬ হাজার বালুভর্তি জিও ট্যাক্সের ব্যাগ ফেলা হয়েছে। ভাঙনকালীন সময় মেয়র রাষ্ট্রীয় সফরে বিদেশে অবস্থানের কারণে তিনি তখন সেখানে আসতে পারেননি। তিনি গত শুক্রবার সন্ধ্যায় দেশে আসেন এবং গতকাল ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন।
১১ আগস্ট, ২০১৯।