
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করেন কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী কম্বল বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাণবাজার ডব্লিউ রহমান জুট মিলে ৫ শতাধিক অসহায় ও জুট মিলের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।
এসময় সুজিত রায় নন্দী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়ে কেউ শীতে কষ্ট পাবে না। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রীর পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করছি। আমাদের যেসব দুঃস্থ ও অসহায় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই কম্বল পৌঁছে দেয়া হবে।
তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে সারা বিশ্বের কাছে যেভাবে প্রশংসিত হয়েছেন, সম্মানিত হয়েছেন তা বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মানবতার কাজ করে শেখ হাসিনা সারা বিশ্বের কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠিত। এছাড়াও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী বর্তমান সরকার চতুর্থ জনবান্ধব সরকার।
জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজীর পরিচালনায় কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না।