প্রফেসর মনোহর আলীর মৃত্যুতে সনাক পরিবারের শোক

প্রেস বিজ্ঞপ্তি
সনাক চাঁদপুরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মনোহর আলী গত ১৮ মে আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ছিলেন চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
প্রফেসর মনোহর আলী সনাক চাঁদপুরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দুর্নীতিবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ২০০৫ সালের ২৫ ডিসেম্বর থেকে একটানা ৭ বছর সনাক চাঁদপুরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। এছাড়া তিনি চাঁদপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলে রেখে যান। তাঁর মৃত্যুতে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
প্রফেসর মনোহর আলীর চাকরি জীবন শুরু হয় কচুয়া বঙ্গবন্ধু কলেজে ১৯৭০ সালে। সরকারি চাকরি শুরু হয় ১৯৭১ সালে দিনাজপুর সরকারি কলেজে। ১৯৭২ সালে বদলি হয়ে যান সিলেট এমসি ইন্টার কলেজে। ১৯৮৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেন সিলেট এমসি কলেজে। ১৯৯২ সালে ঐ কলেজেই তাঁর পদোন্নতি হয় সহযোগী অধ্যাপক হিসেবে। ১৯৯৫ সালের নভেম্বর মাসে তাঁকে প্রেষণে বদলি করা হয় এইচএসটিটিআই কুমিল্লায়।
১৯৯৬ সালে তাঁকে বদলি করা হয় চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগে। ২০০১ সালে তাঁকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়ে অধ্যক্ষ রূপে নিয়োগ দেয়া হয় সাতক্ষীরা মহিলা কলেজে। সেখান থেকে ২০০৩ সালে বদলি করা হয় চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে। চাকরি জীবনে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক। তিনি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে ২০০২ সালে পুরস্কৃত হন এবং ২০০৪ সালে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ রূপে পুরস্কৃত হন।

২০ মে, ২০২০।