স্টাফ রিপোর্টার
বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে দুইজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকেলে মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও মুক্তিযোদ্ধা জীবন কানাই চক্রবর্তীর বাসায় গিয়ে ক্লাব নেতৃবৃন্দ তাদের সম্মাননা দেন। এসময় তাঁদের উত্তরীয় ও ফুলসহ শুভেচ্ছা উপহার দেয়া হয়।
ক্লাবের প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চনের নেতৃত্বে এসময় এসিস্টেন্ট গভর্নর রোটা. পিপি মো. নাসির উদ্দিন খান, রোটা. পিপি প্রফেসর জাকির হোসেন, রোটা. আইপিপি শাহেদুল হক মোর্শেদ, সেক্রেটারী রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া, ট্রেজারার রোটা. গোপাল চন্দ্র সাহা ও ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা. শাহানা ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে ক্লাবের ৩জন প্রবীণ রোটারিয়ানকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত ক্লাবের প্রবীণ ৩জন রোটারিয়ান হচ্ছেন- রোটা. পিপি এবিএম নজরুল আমিন চৌধুরী সাজু, রোটা. পিপি আলহাজ মো. হাফিজ মিয়া ও রোটা. অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার।
চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, এসিস্টেন্ট গভর্নর রোটা. পিপি মো. নাসির উদ্দিন খান, সেক্রেটারী রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন প্রমুখ।
প্রবীণ রোটারিয়ানরা তাঁদের জীবনের নানা ঘটনা তুলে ধরেন এবং সবাইকে প্রবীণ দিবসের শুভেচ্ছা জানান। পরে ক্লাবের সদস্য রোটা. মো. মাইনুদ্দীনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
০২ অক্টোবর, ২০২২।