প্রযুক্তিগত ও প্রশিক্ষণ দিয়ে ভূমিকম্প মোকাবেলায় সহযোগিতা করবে তুরস্ক

স্টাফ রিপোর্টার :
ভূমিকম্প মোকাবেলায় প্রযুক্তিগত ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে তুরস্ক। এর পাশাপাশি তারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চায়। বিশেষত সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে চায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম এমপি গতকাল বুধবার তুরস্কের রাজধানী আংকারায় তুরস্ক আন্তর্জাতিক সংস্থা টিকা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে টিকা প্রধান সরদার চ্যাম ত্রাণমন্ত্রীকে এ কথা জানান। তুরস্ক সরকারের আমন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এখন তুরস্ক সফর করছেন।
এসময় ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান করে সন্ত্রাস ও জঙ্গীবাদকে নিয়ন্ত্রন করে আসছেন।
এসময় টিকা প্রধান বলেন, সন্ত্রাসবাদের কোন জাতি, ধর্ম ও বর্ণ নাই। ধর্মকে যারা সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। টিকা প্রধান আরও বলেন, বিশ্বেও ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে পরস্পর সহযোগিতা করতে হবে।
ত্রাণমন্ত্রী এসময় রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় তুরস্কের সহযোগিতা কামনা করেন। উত্তরে টিকা প্রধান, শরণার্থীদের ব্যবস্থাপনায় তুরস্কের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার আলোকে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান খাদ্য ও চিকিৎসার সহযোগিতা করতে চায়। টিকা প্রধান আরও বলেন, তুরস্ক ভূমিকম্প মোকাবেলায় বিশেষ দক্ষতা অর্জন করেছে। তার আলোকে প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ ও যন্ত্রপাতি দিয়ে বাংলাদেশের পাশে নিবীড় ও অংশগ্রহণমূলকভাবে সাহায্য করতে চায়।
তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ ও মুসলমান প্রধান দেশ পরস্পরকে সহযোগিতার মাধ্যমে মুসলিম জাহানের সার্বিক উন্নয়নে কাজ করতে পারবে। ভূমিকম্প বাংলাদেশ ব্যবস্থাপনায় প্রশিক্ষণার্থী প্রেরণ করলে তুরস্ক তাদের উন্নত প্রশিক্ষণ দিতে প্রস্তুত আছে বলে টিকা মন্ত্রীকে জানান।