ফরাজীকান্দি ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ আগামি অর্থবছরের ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৮শ’ ৯৫ টাকার নতুুন বাজেট ঘোষণা করেন।
ইউপি সচিব নাছির আহমদ খানের পরিচালনায় ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পড়ে শোনান ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ। এ সময় ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৮শ’ ৯৫ টাকা আয়, ৩ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৮শ’ ৯৫ টাকার ব্যয় ও ১ লাখ ৭৫ হাজার টাকা অবশিষ্ট রেখে বাজেট ঘোষণা করা হয়।
চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ জনগণের উদ্দেশ্য বলেন, সীমিত বাজেটের সম্পদ সবাইকে সঙ্গে নিয়ে পরামর্শের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে পরিচালনা করা সম্ভব হবে। ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, গ্রাম প্রধান, সমাজ প্রধানসহ সর্বস্তরের জনগণ বাজেট অনুষ্ঠানে অংশ নেন।
চেয়ারম্যান বলেন, ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে পরিষদের মাধ্যমে রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কবর স্থান, মসজিদ, মাদরাসা, ঈদগাঁহ মাঠ, স্যানিটেশন উন্নয়নসহ সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, সমাজ গঠন করে ইউনিয়নবাসীকে উপহার দেয়া আমার একমাত্র লক্ষ্য।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, আবদুল হালিম সরকার, সফিকুল ইসলাম পাটোয়ারী, খোকন প্রধান, মো. সালাউদ্দিন, জাকির হোসেন, খাজা আহমেদ, মধু মালা, তফুরা বেগম, বুলু বেগম, বিশিষ্ট নাগরিক এমএ হাসেম, মনু সরকার, তাজুল ইসলাম প্রমুখ।