ফরিদগঞ্জে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ ও র‌্যালি


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি বাহিনী গত সোমবার সকাল ১০টায় উপজেলা উপজেলা পরিষদ কমপ্লেক্সে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি অফিসার সৌভাগ্য রানী সাহা, সহকারী কমান্ডার গোবিন্দ অধিকারী, ইউনিয়ন দলপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী, আব্দুল আজিজসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের ইউনিট কমান্ডার ও সদস্যবৃন্দ।

১২ সেপ্টেম্বর, ২০১৯।