ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ফরিদগঞ্জ পৌরসভার সব প্রথমিক শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে সকাল থেকে কোমলমতি শিশুদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ পৌরসভা সদর ক্লাস্টারে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জের উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল মোতালেব। তিনি সকালে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হক শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
পৌর মেয়র মাহ্ফুজুল হক শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা শিক্ষক ও বাবা-মা’র কথা মনোযোগ দিয়ে শুনবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পড়বে, এতে তোমরা দেশ ও জাতির জন্য ত্যাগী ও আদর্শিক জীবন গড়তে পারবে।
সভাপতির বক্তব্য মো. আব্দুল মেতালেব বলেন, তোমরা আজ যারা শিশু তারা আগামি দিনে একজন বড় মানুষ হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের বছরের প্রথম দিন তোমাদের বই উপহার দিয়েছেন। তোমরা এ বই মনোযোগ দিয়ে পড়তে হবে।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ইলিয়াছ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
