ফরিদগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে এলএলপি সেচপাম্প বিতরণ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্পের এলএলপি সেচপাম্প বিতরণ করা হয়। ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ স্ক্রিমের কমিটি গঠন করে প্রতিটি কমিটির হাতে একটি করে এলএলপি সেচপাম্প বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার নুরে আলম, মাকসুদুর রহমান, মুকবুল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন প্রমুখ।
২২ ডিসেম্বর, ২০২০।