ফরিদগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জের কাউনিয়া এলাকায় নাজমা বেগম (২৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার পূর্ব কাউনিয়া মসজিদ বাড়ির মো. বাবুল হোসেনের মেয়ে নাজমা আক্তারের সাথে একই বাড়ির শাকিল হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জের ধরে শনিবার সকালে তার বাবার ঘরের টয়লেটের ঝর্নার সাথে অড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।