নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ। গত সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে ফরিদগঞ্জ প্রেসকøাব থেকে বের হয়ে বাড়িতে ফেরার পথে ফরিদগঞ্জ পৌর এলাকার কামিনী ডাক্তারের ব্রিজের উপর এই ঘটনা ঘটে। রাত সোয়া ৯টার দিকে একটি সাদা রঙয়ের প্রাইভেট কারে আসা ছিনতাইকারীরা তার মোটর সাইকেলের গতিরোধ ও তাকে মারধর করে তার সাথে থাকা মোবাইল, ল্যাপটপ ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে মুহূর্তেই পালিয়ে যায়। নুরুল ইসলাম ফরহাদ ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক। এ বিষয়ে নুরুল ইসলাম ফরহাদ ঐ রাতেই ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নুরুল ইসলাম ফরহাদ জানান, প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কামিনী ডাক্তারের ব্রিজের উপর পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙয়ের প্রাইভেট কার তার মোটর সাইকেলটির গতিরোধ করে। এসময় প্রাইভেট কার থেকে অজ্ঞাত দুই ব্যক্তি বের হয়ে কিছু বুঝে উঠার আগেই ফরহাদকে কিলঘুষি মেরে তার পকেটে থাকা মোবাইল, মানিব্যাগ ও কাঁধে থাকা ল্যাপটপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। মানিব্যাগে এক হাজার তিনশ’ টাকা ও মূল্যবান কাগজপত্রা ছিলো।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনাটি জানা মাত্রই আমি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক পার্শ্ববর্তী বিভিন্ন থানায় ম্যাসেজ দিয়েছি। ছিনতাইকারীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
০২ জুন, ২০২১।