ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির উপস্থিতিতে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী কীটনাশক ছিটানোর মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ চত্বর ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও কীটনাশক ছিটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ বাহার মিয়া, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান।
পৌর কর্তৃপক্ষ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ডেঙ্গু আক্রান্ত হওয়ায় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষ এই অভিযান শুরু করে। পৌর এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকার কথা জানায়।
০২ সেপ্টেম্বর, ২০২১।