নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে শাহাদাত হোসেন জুয়েল (২৭) ও সুমন হোসেন (৩০) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪শ’ ৩১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার চরমান্দারী ও ডুমুরিয়া গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
ফরিদগঞ্জ থানার এএসআই ইলিয়াছ জানান, শুক্রবার রাতে উপজেলার চরমান্দারী গ্রাম থেকে শাহাদাত হোসেন জুয়েল ৩শ’ ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, চুরি ও মারামারিসহ ১০টি মামলা রয়েছে। অপরদিকে ডুমুরিয়া গ্রাম থেকে সুমন হোসেনকে ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসা করে আসেছে।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম উপরোক্ত দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর শনিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০১৯।