ফরিদগঞ্জে নিসচার সচেতনতা বিষয়ক স্কুল ও কলেজ ক্যাম্পইন


ফরিদগঞ্জ ব্যুরো
‘সড়ক যেন হয় নিরাপদ’ এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা কমিটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ও কলেজ ক্যাম্পইন করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া কারিগরি ও বাণিজ্য কলেজে এই ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পইনে নিরাপদে সড়কে চলাচল করতে শিক্ষার্থীদের উদ্বুব্ধ করতে লিফলেট বিতরণ, সড়কের চলাচল বিষয়ে মাল্টিমিডিয়া প্রজক্টেরের মাধ্যমে নিসচার উদ্দেশ্য ও সচেতনতা বিষয়ক নাটিকা প্রদর্শন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নিসচার ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক বারাকাত উল্ল্যা পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ হায়দার আলী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কলেজের সহকারী অধ্যাপক মেছবাহুল আলম খন্দকার, জাহাঙ্গীর শেখ, প্রভাষক শাহ আলম, মো. কাউছার আলম, নুরুল আমিন পাটওয়ারী, মোস্তফা কামাল, ওয়াহিদুর রহমান, জাহাঙ্গীর আলম খান, নিসচার উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক নারায়ন রবিদাস, সদস্য জাকির হোসেন সৈকত, সাহাবুদ্দিন মিয়াজী, মামুনুর রশিদ, রুহুল আমিন খান স্বপন প্রমুখ।

৪ আগস্ট, ২০১৯।