ফরিদগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন


রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জে ৩ দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে বন্ধু ফাউন্ডেশন এই ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনে প্রায় ৭শ’ শিক্ষার্থী, নতুন ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী। বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. আতিক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. সেলিম খান।
এসময় উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ইসমাইল খান, রাসেল খান, টিটু, আব্দুল্লাহ খান, আল আমিন, রনি পাটওয়ারী, মিলন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সুষ্ঠুভাবে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন হওয়ায় বন্ধু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য মো. ইয়াছিন খান বলেন, সবার আন্তরিক সহযোগিতায় ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া উদ্দমী তরুণদের উদ্যোগে গড়ে উঠা বন্ধু ফাউন্ডেশন জরুরি প্রয়োজনে যে কারো জন্য রক্তদাতা খুঁজে বের করা, গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, পরিচ্ছন্নতা অভিযানসহ নানারকম সামাজিক ও মানবিক কাজ করে বলে জানান তিনি।

১৯ সেপ্টেম্বর, ২০১৯।