ফরিদগঞ্জে বিআরডিবি’র বার্ষিক সাধারণ সভা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সমিতির প্রশিক্ষণ হলে সংগঠনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পর পরই সমবায় আন্দোলনের মাধ্যমে এদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে তিনি বিআরডিবি প্রতিষ্ঠা করে এর মাধ্যমে দেশের কৃষকসহ সব মানুষকে নিয়ে সমবায় আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকারও সমবায় আন্দোলনকে জোরদার করার চেষ্টা করছেন। দেশকে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে আপনাদের প্রয়োজন রয়েছে। তাই বিআরডিবিকে আরো গতিশীল করতে হবে।
ফিল্ড সুপারভাইজার কাউছার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সামীম আহম্মদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমিতির ভাইস চেয়ারম্যান ফকরুল ইসলাম পাটওয়ারী, প্রাথমিক সমিতির সভাপতি সভাপতি মোতাহার হোসেন রতন, কামাল পাঠান, আব্দুস সালাম আজাদ জুয়েল, তছলিম চৌধুরী ও ডা. শাহজালাল।