ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বিএনপির সদ্যঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে অশান্তি বিরাজ করছে। গত ২৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছকে আহ্বায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
কিন্তু তৃণমূলের সাথে কোনরূপ আলোচনা বা সভা না করেই পরিকল্পিতভাবে কমিটি ঘোষণা দেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা। এরই জের ধরে গত সোমবার বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে বিএনপির নেতাকর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে জড়ো হয়ে প্রতিবাদ সভার আয়োজন করলেও পুলিশের বাঁধার কারণে তা পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানান, এভাবে বিএনপির কমিটি ঘোষণা করে দলকে আরো ধ্বংস করার অপচেষ্টা চলছে। যেখানে দলের দুঃসময়ে সব পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত করে কর্মসূচি প্রণয়ন করবে, তা না করে কমিটি ঘোষণার মাধ্যমে দলের মধ্যে আরো দূরত্ব সৃষ্টি করা হলো। প্রয়োজন ছিল অতীতের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণ করে এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে কমিটি ঘোষণা করা।
এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী জানান, ঘোষিত কমিটি কোনক্রমেই তৃণমূলের নেতাকর্মীদের চাহিদার সাথে সামঞ্জস্য নেই। বিএনপি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়া নেতাকে যুগ্ম-আহ্বায়ক বানানো হয়েছে। তাছাড়া যোগ্য নেতৃত্বের অভাব না থাকলেও একই পরিবার থেকে দু’জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে আহ্বায়কের অতীত কর্মকা-ও প্রশ্নবিদ্ধ। ফলে এই কমিটি কোনক্রমেই উপজেলা বিএনপির কমিটি হতে পারে না।
৩১ জুলাই, ২০১৯।