জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন ……………………..লায়ন হারুনুর রশীদ
ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরের কাছিয়াড়া মহিলা মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান মজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রিয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বক্তব্য রাখেন।
তিনি তাঁর বক্তব্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান এই দেশের স্বাধীনতার সংগ্রামে নিজের জীবনবাজী রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সুতরাং দেশ ও দেশের মানুষের প্রতি দরদ তার চেয়ে অন্য কারো বেশি হওয়ার কথা নয়। তাই তিনি ক্ষমতায় এসে প্রথমেই স্বাধীন দেশের মানুষের লুট হয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন। দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণে এবং মানুষের রাজনৈতিক মৌলিক অধিকার বাস্তবায়ণে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। এই দল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দেশের মানুষের লুট হয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে এবং দেশের মানুষ ফিরে পেয়েছে তাদের গণতন্ত্র।
উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক শাহআলম মুকুল, সাবেক সহ-সভাপতি জাকির পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল কোম্পানী, যুগ্ম-সম্পাদক সাহাবুদ্দিন বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুন পাঠান, ইউপি চেয়ারম্যান আ. হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফারুক খান, জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক পেয়ার আহাম্মদ, পৌর ছাত্রদলের কামরুল রাঢ়ী, শাওন পাঠান, মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক পারুল বেগমসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে একটি বিশাল র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
০২ সেপ্টেম্বর, ২০১৯।