ফরিদগঞ্জে ভোট চেয়ে মাঠে চষে বেড়ানো শেষ

নবী নোমান
কাল রোববার ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাঠে চেয়ারম্যান পদে অ্যাড. জাহিদুল ইসলাম রোমান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি ও তার সমর্থক ও দলীয় নেতা-কর্মী ছাড়া এই পদে অন্য দু’প্রার্থী প্রচার-প্রচারণা কিংবা গণসংযোগ কোথাও চোখে পড়ছে না। সবমিলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দীর্ঘদিনের প্রচার-প্রচারণা শেষ গত শুক্রবার। ব্যাপক নির্বাচনী প্রচার শেষে প্রার্থীরা এখন ভোট প্রাপ্তির হিসেব-নিকেণ করছে। তবে চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মাঠে না থাকায় একই সাথে ক্লিন ইমেজের প্রার্থী অ্যাড. জাহিদুল ইসলাম রোমান হওয়ায় বলা যায় তিনিই এই পদে জয় লাভ করবেন।
ভাইস চেয়ারম্যান পদে মোট ৭ জন হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা (টিয়া পাখি), প্রজন্মলীগের কেন্দ্রিয় নেতা আবু সুফিয়ান (চশমা), ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক জিএস তছলিম আহমেদ (বই), সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু (মাইক), উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ (তালা), যুবলীগ নেতা পাবেল হোসেন পাটওয়ারী (উড়োজাহাজ), এনামুল হক খোকন পাটওয়ারী (টিউবঅয়েল) প্রতীক নিয়ে লড়াই করছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা তাদের মধ্যে দুই/একজন ছাড়া বাকি সবাই এই পদে যোগ্যতাসম্পন্ন হওয়ায় চূড়ান্ত লড়াইয়ে কে জয়লাভ করবেন তা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার (প্রজাপতি), মাজেদা বেগম (ক্যামেরা), উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম (পদ্ম ফুল), বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিয়সক সম্পাদক রিনা নাসরিন (হাঁস), যুব মহিলা লীগের নেত্রী রেহানা আক্তার (পদ্মফুল) এবং বিএনপি নেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা (কলস) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
এই পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রিনা নাসরিন (হাঁস), সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার (প্রজাপতি), বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী ব্যবসায়ী জালাল আহম্মদের বোন মাজেদা বেগম (ক্যামেরা) এই তিন প্রার্থীর মধ্যে চূড়ান্ত ভোট লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাবেক ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী রেবেকা সুলতানা (কলস) চমক দেখাতে পারে বলে অনেকে ধারণা করছেন।