
মেধার বিকাশ ও সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া শৈলীর বিকল্প কিছু নেই……………..অ্যাড. জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী খেলাধুলাকে তারা নিজের প্রয়োজনে অবশ্যই রপ্ত করতে হবে। যে শিক্ষার্থী পড়ালেখা ভালো, সে খেলাধুলাও ভালো। এটার অসংখ্য প্রমাণ আজ আমাদের দেশে দৃশ্যমান।
তিনি আরো বলেন, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশে যতবার ক্ষমতায় এসেছে ততবারই তিনি শিক্ষার সাথে খেলাধুলার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আজ প্রতি বছর সারা বাংলাদেশে প্রাইমারী পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অন্যান্য খেলাধুলার পাশাপাশি ফুটবল প্রতিযোগিতার উৎসবে মেতে ওঠে। যার ফলে, ধীরে ধীরে ক্রিকেটের সাথে ফুটবলেরও উন্নয়ন ঘটছে। জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের সর্বপ্রকার উন্নয়নের জন্য নানামুখী প্রকল্প গ্রহণ করছেন। যার ফলে দেশ আজ মধ্য আয় ও জিডিপিতে পৃথিবীর সেরা স্থান করে নিয়েছে। দেশের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে আমাদের আগামি প্রজন্মকে মেধাবী ও সুঠাম দেহের অধিকার হতে হবে। তাই প্রকৃত মেধার বিকাশ আর সুস্বাস্থের জন্য ক্রীড়াশৈলীর বিকল্প অন্য কিছু নেই।
গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ এআর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও শিক্ষক মাহবুব আলম সোহাগের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির, সাজ্জাদ হোসেন টিটু, ক্রীড়া শিক্ষক সুলতানা রাজিয়া দিপু প্রমুখ।
পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ শ্রেণির মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
০৪ সেপ্টেম্বর,২০১৯।