স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এসময় জেলা প্রশাসক বলেন, আজ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের আনন্দঘন দিন। ইউনিয়নের আপনি (নিজ) যত বড় লোকই হন না কেন, আপনার জন্ম সনদ ইউনিয়ন থেকেই নিতে হবে। আপনার (চেয়ারম্যান) কাজের বাইরে কোন কাজ নেই। প্রধানমন্ত্রী আপনার আশেপাশে অনেক সম্পদ দিয়েছেন। তা খুঁজে-খুঁজে সঠিক ব্যবহার করবেন। কারো নির্দেশের জন্য অপেক্ষা না করে নিজ থেকে ইউনিয়নবাসীর জন্য কাজ করতে হবে। এটা সম্ভাবনাময় একটি জায়গা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। শপথ শেষে নিজের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান, আবিদা সিফাত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব এস এম খবির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম, সমাজসেবক হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মনির হোসেন, স্থানীয় আ. হক মিয়া, নাছির উদ্দিন, শাহ পরান, এসএম টেলু পাটওয়ারীসহ সব ওয়ার্ডের মেম্বাররা।
২৯ আগস্ট, ২০১৯।