ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলার পরিষদের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ। গত মঙ্গলবার সন্ধ্যায় মেলার স্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজয় মেলা উৎযাপন কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইউএনও তাঁর বক্তব্যে বলেন, এ বছর মেলার একটি বিশেষ তাৎপর্য হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি ইউনেস্কোর বিশ^ ঐতিহ্যের অংশ হওয়া। এতদিন আমরা এদেশের মানুষ বলেছি, ৭ মার্চের ভাষণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। আজ বলতে পারি, এই ভাষণটি পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণ। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিজয় মেলা মঞ্চ একটি গুরুত্বপূর্ণ স্থান। ফরিদগঞ্জ উপজেলা শহরে এতো বৃহৎ পরিসরে বিজয় মেলা আয়োজন সবার জন্য উৎসাহব্যঞ্জক। আমরা যদি এই মেলার মাধ্যমে আমাদের কাক্সিক্ষত অর্জন করতে পারি, তবেই এ আয়োজনের স্বার্থকতা আসবে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন হোসেন, উপজেলা প্রকৌশলী ড. মো. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আ. আহাদ লাইজু, ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কুমার দাশ, প্রকল্প বাস্তায়বন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা আবুল কাশেম, বিআরডিবির কাউছার আহাম্মেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ. আউয়াল মিয়াজী, উপজেলা আ.লীগের সদস্য কামাল মিয়াজী, বাবুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীসহ নেতাকর্মীবৃন্দ।
সংস্কৃতিকর্মী লিটন কুমার দাসের পরিচালনায় চাঁদপুর ও ফরিদগঞ্জের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা ‘৭১-এর বীরগাঁথা নিয়ে স্মৃতিচারণ করেন।