ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল বুধবার ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন গ্রুপের এই প্রাতিযোগীদের মধ্যে উপজেলা পর্যায়ের সেরা টিমকে জেলা ও জাতীয় পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পাবে।
সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন অনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সংগীত শিক্ষক হিতেশ চন্দ্র শর্মা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।
