বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা সভা

শোককে শক্তিতে রূপান্তরিত করতে পেরেছি বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে
……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও পরিবারের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত রোববার (১৫ আগস্ট) বিকেলে চাঁদপুরে কদমতলাস্থ স্থানীয় এমপির বাসভবনে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে তার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা ‘৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। যার ফলে আজকে তার কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ১৫ আগস্টের শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পেরেছি বলেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি।
তিনি আরো বলেন, আজকে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সকল বাধাবিঘ্ন অতিক্রম করে এগিয়ে যাব। আমাদেরকে বঙ্গবন্ধুর অভিষ্ট লক্ষ্য পূরণে কাজ করতে হবে। তিনি চেয়েছিলেন মুক্ত স্বাধীন বাংলাদেশে যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না ক্ষুধা-দারিদ্র্যতা থাকবে না গণতন্ত্র সমুন্নত সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রিয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট আমাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এই কলঙ্ক আমরা মুছতে পারবো কিনা জানি না, এমনকি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিপ্রা দাস, জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউছার, জেলা শ্রমীকলীগ নেতা আবুল কালাম আজাদ, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫ আগস্ট সকালে স্থানীয় এমপির বাসভবন প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীরা স্ব-স্ব ব্যানার নিয়ে একত্রিত হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং পরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়। এরপরে স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে চাঁদপুর জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা কৃষক লীগ, পৌর কৃষক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ।
বিকেলে আলোচনা সভা শেষে বেগম জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে জাতিক জনক বঙ্গবন্ধুসহ সব শহীদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।