হাজীগঞ্জ ব্যুরো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ ও জিআর’র আওতায় মঙ্গলবার (১৩ জুলাই) দিনব্যাপী সুবিধাভোগী ৯৯৪ পরিবারের মধ্যে এই চাল বিতরণ করেন বাকিলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মোমেনা আক্তারের প্রতিনিধি হিসেবে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম মিজানুর রহমানের উপস্থিতিতে বাকিলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মাঠে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ম মেনে ৯৯৪ পরিবারের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মাইনুদ্দিনসহ সব ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৪ জুলাই, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বাকিলায় সহস্রাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ