
চাঁদপুর বাগাদী ইউনিয়নের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিজয়ের মাসেই আমাদের শপথ করতে হবে দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নাই। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। যার বলিষ্ট নেতৃত্বে আমরা পেয়েছি বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশ। আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নিরলস শ্রমে বাংলাদেশ বিশ্বের অন্যতম মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই আগামি নির্বাচনে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে নৌকা মার্কায় ভোট দিয়ে আ.লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে আ.লীগ আয়োজিত একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আ.লীগের সহ-সভাপতি ইঞ্জি. আ. রব ভূঁয়ার সভাপতিত্বে এবং জেলা আ.লীগের সদস্য ও বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল গাজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক ডা. শেখ মহসীন, সদর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক আ. ছামাদ টুনু, সদস্য বাবুল মিজি, ঢাকা মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন, ছাত্রলীগ নেতা রাছেল মিজি, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদাউস মোর্শের জুয়েল, জেলা কৃষক লীগের যুগ্ম-সম্পাদক ছাত্তার সিদ্দিকী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য বাহাউদ্দীন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন সরকার, মাইনুল ইসলাম মনির, জাহাঙ্গীর মিয়াজী, ওয়ার্ড আ.লীগ নেতা কাজী রফিক উল্যা পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান পরাণ, উপজেলা ছাত্রলীগ নেতা রবিন, সাদ্দাম, তিমির নাহা, মুনসুর মিয়া প্রমুখ।