স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক ও সেবামূলক সংগঠন দুর্জয় বাংলার উদ্যোগে বাগাদী জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ করা হয়। গতকাল সোমবার সকাল ১১টায় দুর্জয় বাংলার সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাখন পাটোয়ারী, প্রধান শিক্ষক খোরশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদ কাকন, তারেক আলম হিটলার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে দুর্জয় বাংলার এ উদ্যোগে প্রশংসনীয়। বাঙালির ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি জন্ম না নিলে আমরা হয়তো স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলাদেশের মানচিত্র মানেই শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জন্য এনে দিয়েছেন স্বাধীনতা। কিন্তু কিছু বিপথগামী সেনা সদস্যের কারণে ’৭৫ এর ১৫ই আগস্ট স্ব-পরিবারের শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা চাই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর বাকি খুনের বিচার হোক।
এ সময় উপস্থিত ছিলেন দুর্জয় বাংলার সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল হোসেন জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর শরীফ, যুবলীগের আহ্বায়ক আজিজ পাঠান, ম্যানেজিং সদস্য রিপন খান, দুর্জয় বাংলা সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রামিম, মোশারফ হোসাইন, দপ্তর সম্পাদক তারেক হোসাইন, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, সমাজসেবক মো. মোস্তফা মিয়াজী, রাজু, নাসির শেখসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
২৭ আগস্ট, ২০১৯।