বাপসার কেন্দ্রিয় কমিটিতে চাঁদপুরের দু’জন মনোনীত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) কেন্দ্রিয় কমিটিতে চাঁদপুরের দু’জন মনোনীত হয়েছেন। চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ বাপসার সভাপতি সুলতান মাহমুদ কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন কেন্দ্রিয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাসার) কেন্দ্রিয় কমিটি সভাপতি এইচ এম রেজাউল করিম (তুহিন), সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুলতান মাহমুদ দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা আশিকাটি ইউপি সচিবের দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন একজন দক্ষ সংগঠন, তিনি কর্মজীবনের পাশাপাশি মঞ্চ নাটকে অভিনয় করে যাচ্ছেন। তিনি আইটির উপর বিশেষ অভিজ্ঞতা থাকার কারণে প্রশাসনের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তিনি সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) কেন্দ্রিয় কমিটিতে চাঁদপুরের দু’জন মনোনীত হওয়ায় ইব্রাহীমপুর ইউপি সচিব সালামত উল¬্যাহ খান, রামপুর ইউপি সচিব রাকিবুল হাসান, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি তাদের অভিনন্দন জানিয়েছেন।
কেন্দ্রিয় কমিটিতে মনোনীত দু’জন তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য তারা চাঁদপুর জেলার সব ইউনিয়ন পরিষদ সচিবসহ সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।

১৬ জুলাই, ২০১৯।